তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ধাওয়ান

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুন ১১, ২০১৯

তিন সপ্তাহের জন্য ছিটকে গেলেন ধাওয়ান

স্পোর্টস ডেস্কঃঃ বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হচ্ছিল বিরাট কোহালির ভারতকে। পর পর দু’ ম্যাচে টিম ইন্ডিয়া মাটি ধরিয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষকে। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ভারতের সাজঘরে বড় ধাক্কা। বুড়ো আঙুলের চোট ছিটকে দিল ভারতের  ওপেনার শিখর ধাওয়ানকে।

অজিদের বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার-নাইলের একটা বল লাফিয়ে হঠাৎই লাফিয়ে উঠে ধাওয়ানের বাঁ হাতের গ্লাভসে লেগেছিল। বলের আঘাতে বুড়ো আঙুল ফুলে যায় বাঁ হাতি ওপেনারের। যন্ত্রণা নিয়েও ম্যাচ জেতানো শতরান করেন তিনি। ব্যাট করলেও ফিল্ডিং করেননি ধওয়ন। ড্রেসিং রুমে বসে আইস প্যাক ঘষতে দেখা যায় তাঁকে। আজ, মঙ্গলবার ধওয়নের আঙুলে স্ক্যান হয়। সেখানেই ধরা পড়ে তাঁর বুড়ো আঙুলে চিড় ধরেছে।

তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে ধাওয়ানকে। তিন সপ্তাহ বিশ্রামের অর্থ হল চলতি বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গেলেন ধওয়ন। তিনি ছিটকে যাওয়ায় ভারতের ব্যাটিংয়ের ভারসাম্যটাই নষ্ট হয়ে গেল। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্টব্রিজে নামছে ভারত। সেই ম্যাচে নতুন জুটিকে ওপেন করতে দেখা যাবে। লোকেশ রাহুলকে কি রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে পাঠানো হবে? এরকম কথাই শোনা যাচ্ছে। ধওয়নের বিকল্পের নাম এখনও অবশ্য ঘোষণা করা হয়নি। দ্রুতই তা জানিয়ে দেওয়া হবে।

সিদি/১১জুন১৯/জুনেদ

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল