তিশার প্রেমে অপূর্ব!

প্রকাশিত: ৪:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯

তিশার প্রেমে অপূর্ব!

বিনোদন ডেস্কঃঃ রাজধানীর অভিজাত একটি বিপণিবিতানে শাড়ির দোকানে বিক্রয়কর্মীর কাজ করেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা! সেই দোকানে শাড়ি কিনতে যান জনপ্রিয় অভিনেতা অপূর্ব! প্রথম দেখায়ই তাদের মধ্যে প্রেম!

গত সপ্তাহে নাটকটির শুটিং শেষ হয়েছে। নির্মাণ করেছেন এসআর মজুমদার। সিএমভির ব্যানারে ব্রাত্য রায়ের গল্পে এটির চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। ডিসেম্বরে বিশেষ এই নাটকটি সম্প্রচার হবে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে।

এ বিষয়ে তানজিন তিশা গণমাধ্যমকে বলেন, গল্পটা যতটা প্রেমের, ততোটা দ্রোহের। যেখানে একটা বার্তা আছে। বার্তাটি হলো- নিজের যুদ্ধটা আসলে নিজেকেই করতে হয়। এই নাটকটিতে কাজ করে তৃপ্তি পেয়েছি। আশা করি দর্শকরাও নাটকটি দেখে প্রশংসা করবেন।

‘ভালোবাসা তুই’ নাটকে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, তনুশ্রী তন্নী, সাব্বির চৌধুরী প্রমুখ।

২৪/১১/২০১৯