সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
স্পোর্টস ডেস্ক
ফের বাবা হয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।
গত ১১ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ভিলিয়ার্সপত্নী দানিয়েল। এ নিয়ে তৃতীয়বারের মতো বাবা হয়েছেন এই সাবেক প্রোটিয়া ক্রিকেটার।
শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন অতিথি পৃথিবীর আলো দেখার সুখবর দেন ভিলিয়ার্স। সেখানে সন্তানের নামও জানান তিনি। সেই সঙ্গে একটি সেলফি পোস্ট করেন।
যেখানে দেখা গেছে, মেয়েকে কোলে নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল ভিলিয়ার্সপত্নী। পাশেই দাঁড়িয়ে হাসিমুখে ভিলিয়ার্স।
ছবির ক্যাপশনে ভিলিয়ার্স লিখেছেন– গত ১১ নভেম্বর আমাদের পরিবার এই ফুটফুটে কন্যাসন্তানকে স্বাগত জানিয়েছে। তার নাম রাখা হয়েছে ইয়েন্ত ডি ভিলিয়ার্স। ইয়েন্তে আমাদের পরিবারে নিখুঁত সংযোজন। সে আশীর্বাদস্বরূপ এসেছে। তাকে পেয়ে কতটা খুশি আমরা, তা ভাষায় প্রকাশ করা যাবে না।
বক্তব্যের শেষে একটি লাভ ইমোজি জুড়ে দেন ভিলিয়ার্স।
পোস্টের পর পরই ভিলিয়ার্স দম্পতিকে অভিনন্দনে ভাসাচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা। নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছেন ক্রীড়ামোদীরা।
ইতিমধ্যে ১৭ হাজারের বেশি কমেন্ট জমা পড়েছে সেখানে।
সন্তান জন্মের আট দিন পর ভিলিয়ার্স কেন সুখবর দিয়েছেন সে প্রশ্ন করেছেন অনেকেই।
গত দুই মাস ধরে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন ভিলিয়ার্স। বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দলে অন্তর্ভুক্ত ছিলেন তিনি।
আইপিএল শেষে দেশে ফিরেও কোয়ারেন্টিনে ছিলেন ভিলিয়ার্স। অতঃপর প্রিয়তমা স্ত্রী ও সদ্যভূমিষ্ঠ কন্যার কাছে যান ভিলিয়ার্স। এর পরই ছবি তুলে ভক্তদের সুখবর জানান তিনি।
২০১৫ সালে প্রথম পিতৃত্বের স্বাদ পেয়েছিলেন ভিলিয়ার্স। ২০১৭ সালে দ্বিতীয় সন্তানের বাবা হন তিনি।
তথ্যসূত্র: ক্রিকট্র্যাকার্স, ইনস্টাগ্রাম, ফেসবুক
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি