হুয়াওয়ের ফোন কিনে
থাইল্যন্ড ভ্রমণের সুযোগ পেলেন এমসি শিক্ষার্থী

প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, জুন ১, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>হুয়াওয়ের ফোন কিনে</span> <br/> থাইল্যন্ড ভ্রমণের সুযোগ পেলেন এমসি শিক্ষার্থী

সিলেটে হুয়াওয়ের মোবাইল হ্যান্ডসেট কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেলেন এমসি কলেজের শিক্ষার্থী মাহবুব জামান। শহরের করিমুল্লাহ মার্কেট থেকে তিনি আকর্ষণীয় নোভা থ্রি আই হ্যান্ডসেট কিনে বিদেশ ভ্রমণের সুযোগ পাচ্ছেন। সম্প্রতি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন হুয়াওয়ের সিলেট অঞ্চলের চ্যানেল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন। দেশব্যাপী হুয়াওয়ের ছন্দে, ঈদ কাটুক আনন্দে শীর্ষক এই ক্যাম্পেইন ৬ মে থেকে শুরু হয়ে চলবে ১০ জুন পর্যন্ত। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহক স্মার্টফোন কিনে পেতে পারেন থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ও মোটরবাইক। এছাড়া প্রতিদিন একটি করে আর্কষণীয় হুয়াওয়ে হ্যান্ডসেটসহ রয়েছে আরো নানা নিশ্চিত পুরস্কার। বিশে^র প্রায় ১৭০টির বেশি দেশে ও স্থানে হুয়াওয়ে সৃষ্টিশীল আইটি পণ্য, সেবা ও সল্যুশনস ব্যবহার হয় যা বিশে^র মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ মানুষকে সেবা দিচ্ছে। যুক্তরাষ্ট্র, জার্মানি সুইডেন, রাশিয়া, ভারত ও চীনে হুয়াওয়ের মোট ১৪টি গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) সেন্টার রয়েছে। হুয়াওয়ের তিনটি বিজনেস ইউনিটের মধ্যে হুয়াওয়ে কনজ্যুমার বিজি যারা কাজ করে স্মার্টফোন, পিসি, ট্যাবলেট, পরিধানযোগ্য ডিভাইস এবং ক্লাউড সেবা নিয়ে। বিশ^ব্যাপি টেলিকম খাতে ৩০ বছরের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত হুয়াওয়ের নেটওয়ার্ক এবং একইসঙ্গে গ্রাহকদের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার ব্যাপারে প্রতিষ্ঠানটি দৃঢ়-প্রতিজ্ঞ।-বিজ্ঞপ্তি