দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে শীর্ষে ইংল্যান্ড

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টিতে শীর্ষে  ইংল্যান্ড

খেলাধুলা : তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচও জিতে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে ইংল্যান্ড। আর এই জয়ের মধ্যদিয়ে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো ইংলিশরা। কেপটাউনে মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক। রাসি ভন ডার ডুসেন ও ফাফ দু প্লেসির কল্যাণে ভাল সংগ্রহ পায় স্বাগতিকরা। ডুসেন ৩২ বলে ৭৪ রানে ও দু প্লেসির ৩৭ বলে ৫২ রান অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত তারা ৩ উইকেটে ১৯১ রান সংগ্রহ করেন।১৯২ রানে টার্গেটে খেলতে নেমে দলীয় ২৫ রানে জেসন রয়কে হারায় ইংল্যান্ড। পরে ডেভিড মালান ও জস বাটলারের জুটিতে সহজেই সেই তুলে ফেলে সফরকারীরা। মালান ৯৯ রানে ও বাটলার ৬৭ রানে অপরাজিত ছিলেন।

 

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল