মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি ও সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী এম জমিরুল ইসলাম মমতাজ সাম্প্রতিক বন্যায় আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করছেন।একদিকে করোনা অন্যদিকে বন্যা। মানুষ যখন প্রায় দিশেহারা খাদ্যসংকটে তখনই সাংবাদিক মমতাজ তার ব্যাক্তিগত তহবিল থেকে শুকনো খাবার নিয়ে ছুটেছেন মানূষের দোড়গোড়ায়।খাদ্য পৌছিয়ে মানুষের দোয়া এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।তিনি গতকাল (৩০ জুন) এবং আজ (০১ জুলাই) বিরতিহীনভাবে প্রায় শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন।তার এই মহৎ উদ্যেগকে স্বাগত জানাচ্ছেন অনেক সূধীজন।অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার জুয়ারে ভাসাচ্ছেন তাকে। প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ বলেন, এই পরিস্থিতি মানুষ কতটা কষ্টে আছে তাদের পাশে না গেলে বুঝা কষ্টকর। আকস্মিক এই বন্যায় কষ্টের শেষ নেই মানুষের। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সামান্য শুকনো খাবার নিয়ে তাদের পাশে গিয়েছি। এই করুন পরিস্থিতিতে বিত্তবানদের উচিত বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়ানো। মহান আল্লাহর কাছে ফরিয়াদ করি তিনি যেন ক্ষতিগ্রস্থ মানুষদেরকে হেফাজত করেন।