দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ৪, ২০২১

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দিরাই- সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাগলি মোড়ে সিলেটগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুন) দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই ইয়াসিন মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি দিরাই থেকে সিলেটের দিকে যাওয়ার সময় গাগলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।