নেতৃবৃন্দের নিন্দা
দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা ফখরুলের বাড়িতে পুলিশের অভিযান

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, মে ২, ২০১৯

<span style='color:#077D05;font-size:19px;'>নেতৃবৃন্দের নিন্দা</span> <br/> দক্ষিণ সুরমা উপজেলা যুবদল নেতা ফখরুলের বাড়িতে পুলিশের অভিযান

দক্ষিণ সুরমা প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার যুবদল নেতা ফখরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়েছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। গতকাল রাত ৩ টায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. খায়রুল ফজল। সূত্র জানায়, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম বর্তমানে প্রবাসে রয়েছেন। দেশে থাকাবস্থায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার বাবা ও ভাইয়েরাও বিএনপি রাজনীতির সাথে জড়িত। তিনি দেশে থাকাবস্থায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরীর একান্ত সহকারী জুলহাস পুলিশকে দিয়ে একটি হত্যা মামলা সহ একাধিক মামলায় আসামী করায়। এসকল মামলায় ফখরুল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতার করতে গতকাল রাত ৩ টায় দক্ষিণ সুরমা উপজেলা মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ার মুখ গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। অভিযানে ফখরুল ও তার ভাইকে ঘরে না পেয়ে ঘরের আসবাবপত্র তল্লাশি করে ভাংচুর তান্ডব চালায় পুলিশ। একপর্যায়ে পুলিশ বাহিনী ফখরুলের স্ত্রী ও সন্তানদের গালিগালাজ করে বলে ফখরুলকে ধরতে পারলে রিমান্ডে নিয়ে পিঠিয়ে উচিত শিক্ষা দেয়া হবে। প্রয়োজনে ফখরুলকে ক্রসফায়ার করা হবে হুমকী প্রদান করা হয়েছে বলে জানান যুবদল নেতা ফখরুলের স্ত্রী। তিনি আরো জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া জুলহাস ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদেরকে প্রাণে হত্যারও হুমকী প্রদান করছে। দক্ষিণ সুরমা থানার ওসি জানান, দক্ষিণ সুরমা উপজেলা মোল্লারগাঁও ইউনিয়নের বেটুয়ার মুখ গ্রামের আলতাফুর রহমানের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলায় সাজা পরোয়ানা ও একটি হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে ফখরুলকে বাড়িতে পাওয়া যায়নি। তিনি আরো জানান, ফখরুলের আরেক ভাই আমিনুল ইসলামের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকেও খুজছে পুলিশ। এদিকে, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলামের বাড়িতে পুলিশী অভিযানের নামে পরিবারের লোকদের হয়রানি করায় গভীর নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাবু উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, যুবদল নেতা ইকবাল বাহার চৌধুরী সহ নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল