দলীয় কার্যালয়ে ক্যারাম খেলে ট্রোলের মুখে মিমি, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৯

দলীয় কার্যালয়ে ক্যারাম খেলে ট্রোলের মুখে মিমি, ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্কঃঃ শনিবার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সেই পোস্টে দেখা গেছে দলীয় কার্যালয়ে সহকর্মীদের সঙ্গে জমিয়ে ক্যারাম খেলছেন অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ। ক্যাপশনে মিমি নিজেও লিখেছিলেন “গতকাল আমার কার্যালয় থেকে ফেরার সময়, ক্যারাম খেলার মুহূর্তে।”
এরপর থেকেই বিতর্কের শুরু। মিমি কেন দলীয় কার্যালয়ে ক্যারাম খেলবেন তা নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। মিমির ওই পোস্ট ভরে যায় নানা বিরূপ মন্তব্যে। কেউ লেখেন, “পার্লামেন্টে যাওয়ার সময় নেই, ক্যারাম পেটাচ্ছে। অসাধারণ আপনাদের ধ্বংসলীলা।”

কেউ আবার লিখেছেন, “কার্যালয়ে যাওয়ার ভিডিও আছে, ওখানে কাজের কোনও ভিডিও নেই! রাজনীতি খেলা নয়। একটু মানুষের দিকেও তাকান।”

যদিও অনেকেই মিমির স্বপক্ষে প্রশ্ন রেখেছেন, “সাংসদ বলে কি ক্যারাম খেলার অধিকারও নেই?”

একজন লিখেছেন, “উনি সেলিব্রিটি বলেই কি ওঁকে নিয়ে এত খারাপ মন্তব্য। এত ঘৃণা কেন? উনি একজন অভিনেত্রী। এখন সাংসদ হয়ে মানুষের মাঝে থেকে কাজ করতে চাইছেন। তাতেও খারাপ কথা বলে যাচ্ছেন তাকে!”