দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাফলংয়ে যুবলীগ নেতা বহিষ্কার

প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাফলংয়ে যুবলীগ নেতা বহিষ্কার
গোয়াইনঘাট পতিনিধি
গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে এক যুবলীগ নেতাকে। পাশাপাশি তার সদস্যপদ শূন্য করা হয়েছে।
বহিঃস্কৃত ওই নেতা হলেন উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোলেমান খান।
বুধবার বেলা ৩টায় পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের এক জরুরী সভা মামার বাজারস্হ হোটেল জাফলং ইন এ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামাল হোসেনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শামসুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মিনহাজুর রহমান, সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, জাফলং নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক ইমরান হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা আঃ মালিক, সোলেমান সিকদার, সুলতান মাহমুদ, ইব্রাহিম খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ নুরুজ্জামান, রিয়াজ উদ্দিন খোকন, রিপন আহমদ প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল