২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের রাজনগরে পিংকি রানী দাশ (১৬) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন মৃত্যু নিয়ে বিভিন্ন কথা বলায় রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকায় চলছে বিভিন্ন আলোচনা।
পিংকি দাশ উপজেলার ফতেপুর ইউনিয়নের বিলবাড়ী গ্রামের মতিলাল দাশের কন্যা। সে বালাগঞ্জ ডি. এন. উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দূর্গা পূজার শেষ দিন (সোমবার) প্রতিমা বিসর্জনের সময় (বিকালে) উপজেলার ফতেপুর ইউনিয়নের বিলবাড়ী গ্রামের মতিলাল দাশের কন্যা বালাগঞ্জ ডি,এন,উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী পিংকি দাশ অচেতন অবস্থায় পাশের বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবার। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সরেজমিনে পিংকির মৃত্যু নিয়ে তার পরিবারের বিভিন্ন কথা বলছেন।
পিংকির পিতা মতিলাল দাশ প্রথমে সাংবাদিকদের জানান সে এমনিতেই মারা গেছে। ফাঁস বা বিষপান করেনি। বিমল কান্তি দাশ নামে পিংকির চাচাত ভাই পরিচয়ে একজন মতিলাল দাশকে ধমক দিয়ে সাংবাদিকদের বলেন, তিনি বাজারে ছিলেন,তাই কিছুই জানেন না। মেয়েটি ফাঁস লেগে আত্মহত্যা হত্যা করেছে। এদিকে একটি সূত্র জানিয়ে জানিয়েছে, মৃত্যুর আগে জোর পুর্বক মেয়েটির শ্লীলতাহানির ঘটনা কয়ে থাকতে পারে। তাই সে লজ্জ্যায় আত্মহত্যা করতে পারে। তবে পুলিশ বলছে ময়না তদন্ত হলে বিস্থারিত জানা যাবে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মামলার তদন্তকর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বিনয় চক্রবর্তী বলেন, মেয়েটির রাশ বালাগঞ্জ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D