দশ মাস পর অভিনয় করলেন অভিনেত্রী ডলি জহুর।

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

দশ মাস পর অভিনয় করলেন অভিনেত্রী ডলি জহুর।

বিনোদন ডেস্কঃঃ  দশ মাস পর ছোট পর্দার দুটি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। শুক্রবার তিনি শেষ করলেন বাংলাদেশ টেলিভিশনের ‘রুপোর আংটি’ শিরোনামের বিশেষ একটি নাটক। এছাড়া সম্প্রতি খায়রুল আলম সবুজের নির্দেশনায় বিটিভির আরো একটি নাটকে অভিনয় করেছেন বলে জানান। ডলি জহুর বলেন, বাংলাদেশ টেলিভিশনের বলেই শুধু এ দুটি নাটকে অভিনয় করেছি। চলচ্চিত্র ছেড়ে দিয়েছি অনেক বছর হলো। টিভি নাটকে গেল কয়েক বছর মাঝে মধ্যে অভিনয় করতাম। কিন্তু এখন আর আগের মতো নাটকেও কাজ  করতে ইচ্ছে করে না। কারণ অভিনয় করার মতো কোনো চরিত্র পাই না।

আমি যে দুটি নাটকে অভিনয় করেছি এরমধ্যে ‘রুপোর আংটি’ বিটিভি নতুন ভাবে নির্মাণ করেছে। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে প্রথম অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। এখন সেই চরিত্রটি আমি করেছি। গেল ১৭ই সেপ্টেম্বর এ অভিনেত্রী অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন। সেখানে তিনি একমাত্র ছেলে রিয়াসাত, তার স্ত্রী ও তাদের একমাত্র কন্যা রইসা আজিমের সঙ্গে থাকেন। আগামী ২রা জানুয়ারি ছেলের কাছে আবারো অস্ট্রেলিয়ায় উড়াল দেবেন গুণী এ অভিনেত্রী।

কাজল/১৭/১২/২০১৯