দাবি না মানলে খেলবেন না সাকিব-তামিমরা

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৯

দাবি না মানলে খেলবেন না সাকিব-তামিমরা

স্পোর্টস ডেস্ক :: ক্রিকেটারদের বেতন বাড়ানোসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিকট ১১ দফা দাবি পেশ করেছেন জাতীয় দলসহ অন্যান্য ক্রিকেটাররা। দাবি না মানা পর্যন্ত সব ধরনের খেলা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন তারা।  এ আন্দোলনে নেতৃত্ব দেন সাকিব আল হাসান।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টায় ক্রিকেটাররা বিসিবিতে তাদের প্রতিবাদ জানান। এরপর বেলা পৌনে ৩টার দিকে মিরপুরে বিসিবি একাডেমির সামনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে প্রথম শ্রেণির ক্রিকেটে ১ লাখ টাকা ম্যাচ ফি দাবি করে  সাকিব বলেন, ‘বিপিএল, ডিপিএল কিংবা ঘরোয়া ক্রিকেটে আমাদের পারিশ্রমিক আগের মতো বাড়ানো হচ্ছে না। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খেলতে যাচ্ছি, টিম হোটেলে থাকছি। ন্যূনতম আমাদের যাতায়াতের ভালো ব্যবস্থা রাখা উচিত। হোটেলের জিম ব্যবস্থা, সুইমিং পুল ব্যবস্থা থাকতে হবে। এটা একজন পেশাদার ক্রিকেটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এছাড়া দেশসেরা ওপেনার তামিম ইকবাল বলেন, ‘আমরা শুধু ক্রিকেট নিয়েই পড়ে থাকি। কিন্তু যদি একজন গ্রাউন্ডসম্যানের পারিশ্রমিকের কথা বলেন, সেটা কিন্তু বাড়ানো হচ্ছে না। তারা মাসে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা পারিশ্রমিক পান। আমরা বাংলাদেশি কোচ প্রমোট করতে পারছি না। বাংলাদেশের ২০ জন কোচের সমান পারিশ্রমিক পান বিদেশি একজন কোচ। এছাড়া, দেশি একজন কোচের পারফর্ম ভালো হলেও বেশিরভাগ ক্ষেত্রে তাকে পরের ম্যাচে সুযোগ দেওয়া হয় না।’

এছাড়াও সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মাহমুদউল্লাহ, মিরাজ, ইমরুল, সৌম্য, মুশফিক, সাইফউদ্দিন, এনামুল বিজয়, মুমিনুল, মিঠুন, জুনায়েদ সিদ্দিকী, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শফিউল ইসলাম, তাসকিন, মোস্তাফিজসহ অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল