১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৬
বৃহত্তর সিলেটের প্রবীন মুরব্বী, হাজী আইয়ুব আলী দারা মিয়া’র জানাজা সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১০টায় কুচাই হাইস্কুল এন্ড কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করান মরহুমের ছেলে হাফিজ মাওলানা মাহবুবুল আলম। উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হক, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, গোলাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ, চেয়ারম্যান শেখ মকন মিয়া, সিলেট জেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক চেয়ারম্যান মঈনুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, একরাম চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ফলিক মিয়া, মুক্তিযোদ্ধা তুরণ মিয়া, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান খালেদ আহমদ, সাবেক চেয়ারম্যান গোলম হোসেন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা মজির উদ্দিন কাসেমী, মাওলানা মহিউদ্দিন ইসলাম বুরহান, মাওলানা মস্তাক আহমদ খান, মাওলানা শফিকুল হক আমকোনী, প্রবাসী সাংবাদিক জামাল উদ্দিন, নজরুল ইসলাম।
মরহুমের ছেলে হাজী গোলজার আহমদ জানাজায় অংশগ্রহণকারী অতিথিদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান। গত শনিবার রাত সাড়ে ৩টার সময় সকলকে কাঁদিয়ে মহান মাবুদের সান্নিধ্যে পাড়ি জমান তিনি। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালী ৬ছেলে ৩মেয় সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সামাজিক পরিচিতিতে বর্ণাঢ্য জীবনের অধিকারী দনি সুরমা উপজেলার, কুচাই ইউনয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা দারা মিয়া, অনন্য হৃদয়ের এক অসাধারন ব্যাক্তি ছিলেন। বার্ধ্যক্যজনিত নানা রোগে তিনি ছিলেন আক্রান্ত। তারপরও মানসিক শক্তিতে তিনি ছিলেন প্রাণবন্ত। আতœীয়-স্বজনসহ সামাজিক মানুষের নিকট তিনি ছিলেন বটবৃরে মতো। তার ছায়ায় সকলেই প্রশান্তি খুজতেন:। শারিরিক সুস্থতার অবনতি হলে, তাকে ঢাকার স্কয়ার হাতপাতালে এয়ার এ্যাম্বুলেন্স করে নিয়ে যান স্বজনরা। তারপর ডাক্তারদের নিবিড় পর্যবেনে স্বাস্থ্যসেবা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতে ইন্তেকাল করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D