দিরাইয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী শ্লীলতাহানির শিকার দুই বখাটে গ্রেফতার

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৯

দিরাইয়ে সপ্তম শ্রেনীর ছাত্রী শ্লীলতাহানির শিকার দুই বখাটে গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছে। বখাটেদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হয় সেএবং এমন সময় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়। শ্লীলতাহানির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দিবাগত রাত দিরাই সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামের মুসলিম উদ্দীনের বখাটে পুত্র মোক্তাদির (২২) ও নজরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২৩) কে গ্রেফতার করে রাতেই আদালতে প্রেরণ করেছে দিরাই থানা পুলিশ। জানাগেছে সোমবার বিকেলে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে দুই বখাটে রাস্তায় একা পেয়ে জোরপূর্বক ব্যাটারী চালিত অটো রিকশার তুলার চেষ্টা করে। বখাটের কবল থেকে বাঁচতে গিয়ে ছাত্রীটি রাস্তায় ছিটকে পরে মারাত্মক আহত হয় এবং তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। খবর পেয়ে তাৎক্ষনিক হাসপাতালে ছুটে আসেন দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালসহ অন্যান্ন শিক্ষকগণ। প্রধান শিক্ষক জাফর ইকবাল বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশে দেন। সোমবার দিবাগত রাত ৯ টায় উপজেলার করিমপুর ইউনিয়নের মকসদপুর গ্রামে অভিযান চালিয়ে মুসলিম উদ্দীনের বখাটে পুত্র মোক্তাদির (২২) ও নজরুল ইসলামের পুত্র জাহিদুল ইসলাম (২৩) কে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে দিরাই থানা পুলিশ। দিরাই থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে রাতেই অভিযান চালিয়ে দুই বখাটেকে আটক করেছি,রাতেই শ্লীলতাহানির মামলায় দুই বখাটেকে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রশান্ত দাস, দিরাই