দীপিকার কাছ থেকে সুখবর পেতে উদগ্রীব রণবীর

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৯

দীপিকার কাছ থেকে সুখবর পেতে উদগ্রীব রণবীর

  বিনোদন ডেস্কঃঃ  বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন ও সুপারস্টার রণবীর সিংয়ের মালাবদলের এক বছর কেটে গেছে আরও আগেই। বিয়ের পরের সময়টা আমুদেই কাটছে এই দম্পতির। এখন স্ত্রীর কাছ থেকে সুখবরের অপেক্ষায় ক্ষণ গুনছেন বণবীর।

এর আগে ভারতের দর্শকনন্দিনী নায়িকা দীপিকার বেশ কয়েরকটি ছবি দেখে তার সন্তানসম্ভবা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও ওইসব গুঞ্জনের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সিনেমায় ঘরনীকে জুটি হিসেবে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন রণবীর। ‘৮৩’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই জুটিকে। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট দল বিশ্বকাপ জয় করেছিল। অধিনায়ক ছিলেন কপিল দেব। এ ছবিতে কপিলের ভূমিকায় দেখা যাবে রণবীরকে, আর দীপিকাকে দেখা যাবে কপিলের স্ত্রী রুমির চরিত্রে।

কাজল/১৬/১২/২০১৯