দুঃসময়ের গুরুকে পাশে পেলেন তামিম

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯

দুঃসময়ের গুরুকে পাশে পেলেন তামিম

সাকিব-তামিম-মুশফিকদের গুরু হিসেবেই পরিচিত মোহাম্মদ সালাহউদ্দিন। বেশ কয়েকবারই দেখা গেছে, অফফর্মে থাকা এসব ক্রিকেটাররা সালাহউদ্দিনের পরামর্শে ফিরে এসেছেন দুর্দান্ত ফর্ম নিয়ে। তাই এবারও অফফর্মে থাকা তামিম শরণাপন্ন হলেন গুরু সালাহউদ্দিনের।

এর আগে বিপিএলে সালাহউদ্দিনের অধীনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দুর্দান্ত খেলেছেন তামিম। এরপরই নিজেকে হারিয়ে খুঁজছেন এ ক্রিকেটার। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ব্যাট রান পাননি তিনি। এরপর স্বেচ্ছায় বিশ্রাম নিয়ে জাতীয় লিগ দিয়ে ফিরেছেন ক্রিকেটে। তবে লিগের প্রথম রাউন্ডেও বিবর্ণ ছিলেন এ ক্রিকেটার। চার দিনের ম্যাচের দুই ইনিংসে ৩০ ও ৪৬ রান করে দুইবারই আউট হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের বলে।

এবার ব্যাটে রান পেতে তামিম সাহায্য নিলেন কোচ সালাহউদ্দিনের। শিষ্যের পাশে দাঁড়াতে সালাহউদ্দিনও ছুটে হেলেন মিরপুরে। সঙ্গে ছিলেন বিসিবির কোচ সোহেল ইসলামও। দুইবারই মাহমুদউল্লাহর অফস্পিনে আউট হওয়ায় এ দিন অফস্পিনে তামিমকে ব্যাটিং প্র্যাক্টিস করতে দেখা গেছে। এখন দেখার বিষয় সালহউদ্দিনের ছোঁয়ায় তামিম ফিরে আসতে পারেন কি না।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল