দুই ম্যাচে রান না পেয়ে বাদ পড়লেন টেলর

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২০

দুই ম্যাচে রান না পেয়ে বাদ পড়লেন টেলর

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের একটিতে শূন্য রানে রানআউট। আরেক ম্যাচে অপরাজিত শূন্য। শেষ দুই টি-টোয়েন্টিতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর। অথচ তার ঠিক আগের ম্যাচেই ভারতের বিপক্ষে খেলেছেন ৫৩ রানের ইনিংস।

রস টেলর, অধিনায়ক কেন উইলিয়ামসনসহ কয়েকজন নিয়মিত তারকার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার। পরের দুই ম্যাচে উইলিয়ামসন ফিরে তুলে নেবেন নেতৃত্বের ভার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ের মতো অনভিজ্ঞরা দারুণ পারফর্ম করেছেন। নিউজিল্যান্ডের নির্বাচক ও সাবেক পেসার গ্যাভিন লারসেন জানান, উঠতি ক্রিকেটারদের দুর্দান্ত ফর্মের কারণেই মূলত বাদ পড়েছেন টেলর।

নিউজিল্যান্ড দলে নতুন মুখ পেসার জ্যাকব ডাফি। গত মৌসুমে ফোর্ড ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ ২১ উইকেট নেয়ার পর ক’দিন আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দুই ইনিংসে তিনি নিয়েছেন ছয় উইকেট। তবে ২৬ বছর বয়সী পেসার আছেন শুধু প্রথম ম্যাচের দলে।

দ্বিতীয় ম্যাচ থেকেই উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ড ফিরে পাচ্ছে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ড্যারিল মিচেল ও কাইল জেমিসনকে। চোটের কারণে দলে নেই দুই পেসার লকি ফার্গুসন ও হামিশ বেনেট।

টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল