২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, জুন ৪, ২০১৯
আলী হোসেন খাঁন
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সচিব মুহাম্মদ দিলোয়ার বখত বলেছেন দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে সততার সাথে জীবন পরিচালনা করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আগামী প্রজন্মকে দুর্নীতি মুক্ত রাখতে হলে সবার আগে পরিবারের সকল সদস্যদের দুর্নীতি মুক্ত হতে হবে। তা হলেই দেশ ও জাতি এগিয়ে যাবে। সোমবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর পরিদর্শন ও উদ্বোধন, বিদ্যালয়ের অফিস কক্ষে স্থানীয় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে মতবিনিময় সভা এবং দায়িত্ব ও কর্তব্য শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুদক সচিব এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন জালালীর পরিচালনায় অনুষ্ঠিত পৃথক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদক সিলেট পরিচালক আবদুল্লাহ আল জাহিদ, সমন্বিত জেলা উপ-পরিচালক নুর-ই আলম ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ প্রমূখ। এ সময় জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দাস, সাংবাদিক আবদুল তাহিদ, সাংবাদিক ফখরুল ইসলাম, ব্যবসায়ী মন্তোষ দেব, কাউছার মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D