১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
প্রেস বিজ্ঞপ্তি
সরকারের সংস্কার ও দেশের চলমান অবস্থা বিষয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রিয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সিলেটের রেস্তোরাঁ
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে তাদের ও পরিবারের সদস্যদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান কার্যকরের উদ্যোগের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মুখলেছুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল না করলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর প্রদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয়। সভায় ২৪-এর গণবিপ্লবের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার, নির্বাচন নয়। যারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য বার বার তাগদা দিচ্ছেন তাদের লক্ষ্য সংস্কার নয়, ক্ষমতা দখল। সভায় রাজধানীতে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবী দাওয়ার বিষয়ে রাজপথে জনদুর্ভোগে জনগণ অতিষ্ঠ। এ সকল ঘটনার প্রতিকারের লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়েছে। পাশাপাশি সংগ্রামী ছাত্র সমাজকে শান্তিপূর্ণ ও জনদুর্ভোগ মুক্ত কর্মসূচি পালন করার আহবান জানানো হয়।
ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের দাবী-দাওয়ার ব্যাপারে একটি নীতিমাল দ্রুত প্রণয়ন করা জরুরী বলে বক্তাগণ বলেন।
সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য সম্মানের সাথে পালন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দেশবাসীকে মহান বিজয় দিবস পালনে আহবান জানানো হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D