১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২১
জুনেদ আহমদ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। ২৬ আগস্ট বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে জাতির পিতার স্মৃতি বিজরিত দূর্গম হাওরে বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। এসময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে স্বপরিবারে হত্যার পর স্বাধিনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী দেশের প্রকৃত ইতিহাস ধ্বংসের পায়তারা করেছিল। আজকে নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানতে হবে। আর সেই কারণেই জাতির পিতার আত্মজীবনী সহ মুক্তিযুদ্ধভিত্তিক বই পড়তে হবে। একই সাথে আওয়ামী লীগের উন্নয়নগুলোও সবার সামনে তুলে ধরতে হবে। ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। তিনি বলেন, আগস্ট শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশি বিদেশীচক্রের সাথে মিলেই জাতির পিতাকে স্বপরিবারে জিয়াউর রহমান হত্যা করেছিল। ২০০৪ সালের ২১ আগস্ট জিয়াউর রহমানের কুলাঙ্গার পুত্র তারেক রহমান তৎকালীন বিরোধী দলীয় নেত্রী জাতির জনকের কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে ছিল। ওই হামলায় আওয়ামী লীগের ২৪জন নেতাকর্মী প্রাণ হারিয়ে ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কুলাঙ্গার তারেক রহমানের ফাঁসি দাবি করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, উপ প্রবাসী কল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমেদ, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য এ্যাডভোকেট কামাল আহমেদ ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। এসময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য আবু জাফর, জাতীয় কমিটির সদস্য মনিরুজ্জামান পামেন সহ সুনামগঞ্জ জেলা ও ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ধর্মপাশা উপজেলার বড়বাড়িহাটি মহারাজ মিয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন এবং সৃজনশীল বই সহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা বই উপহার দেন। সেই সাথে মহারাজ মিয়া বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। পরে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের নিয়ে জাতির পিতার স্মৃতি জাদুঘরের সামনে বেশ কিছু গাছ লাগান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মপাশা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ। ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে যোগদানের পূর্বে জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে সাচনা বাজারে পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D