সিলেট ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০
নিজস্ব প্রতিবেদক
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৬৬৭ টন চাল বরাদ্দ তাঁর মন্ত্রণালয়। আর টাকা বরাদ্দ গেছে ১১ কোটি ২৪ লাখ ৭২ হাজার ২৬৪।
আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রয়োজন মেটাতে কোনো কৃপণতা না করার কড়া নির্দেশ দিয়েছেন।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কোন জেলায় কী পরিমাণ ত্রাণ ও টাকা বরাদ্দ দিয়েছে তার একটি তালিকা।
এতে বলা হয়েছে, পৌর এলাকায় শ্রমজীবি মানুষ বেশি বসবাস করায় ত্রাণ বন্টনের ক্ষেত্রে এ এলাকাকে প্রাধান্য দেওয়া হবে।
ডা. এনামুর রহমান বলেন, সারা দেশের ডিসিদের কাছে দ্রুত ত্রাণ সাহায্য পৌঁছে দিচ্ছি। তারা উপজেলা থেকে ইউনিয়ন হয়ে ওয়ার্ডে ত্রাণ সাহায্য পাঠাচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, করোনা উপলক্ষে পরিচালিত ত্রাণ সহযোগিতায় কোনো ধরণে শৈথিল্য গ্রহণ করা হবে না। সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে। জেলা উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের লোকজন দিন-রাত পরিশ্রম করছে। আশা করি করোনা উপলক্ষে আসা এই বিশেষ সময় সম্মিলিতভাবে মোকাবিলা করতে সক্ষম হবো।
কোন জেলায় কত চাল ও টাকা বরাদ্দ তালিকা এখানে ক্লিক করুন –
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি