দেশের ক্রিকেটে চক্রান্ত চলছে : পাপন

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৯

দেশের ক্রিকেটে চক্রান্ত চলছে : পাপন

বাংলাদেশ ক্রিকেটকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জিম্বাবুয়ের মত বাংলাদেশের ক্রিকেটকে ব্যান (নিষিদ্ধ) করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।

ক্রিকেটারদের চলমান আন্দোলন নিয়ে জরুরী বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। সাকিবদের আন্দোলনে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। এছাড়া এ আন্দোলনে তিনি চক্রান্ত খুঁজে পেয়েছেন উল্লেখ করে তিনি বলে, ‘বিসিবির কাছে আগে কোনো  দাবি না করে ক্রিকেটারদের খেলা বন্ধের সিদ্ধান্ত চক্রান্ত।’

এছাড়া ক্রিকেটাররা ক্রিকেটের বাইরে ইস্যুতে বিসিবির কার্যক্রম নিয়ে আন্দোলন করায় তিনি সন্দেহ প্রকাশ করেছেন। গ্রাউন্ডসম্যান, আম্পায়ারদের দাবি অন্তর্ভুক্ত করায় তিনি এ সন্দেহ প্রকাশ করেন।

এছাড়া সাকিবদের আন্দোলনে আন্তর্জাতিক চক্রান্ত হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পাপন। বাংলাদেশের ক্রিকেটকে জিম্বাবুয়ের পরিণতি দেয়ার জন্যই এসব চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেন পাপন।

স্পোর্টস ডেস্ক

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল