১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ৭১এর পরাজিত শক্তি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরুদ্ধাচরণকারী শক্তি ৭১ এ যেভাবে আমাদের মুক্তিযুদ্ধে বিরোধীতা করেছিল, ঠিক সেভাবে আজ বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রায় বিরোধীতা করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ যখন শান্তিতে আছে, তখন বিএনপি-জামায়াতের অন্তরে যন্ত্রনা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষকে শান্তিতে দেখলে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের গাত্রদাহ শুরু হয়। এটা তাদের স্বভাবে পরিণত হয়েছে। বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে কিন্তু বিএনপি-জামায়াত এটা মানতে চায় না। তারা জনসমর্থন হারিয়ে নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের শান্তিকামী, গণতন্ত্রমনা, দেশপ্রেমিক নাগরিক বিএনপি-জামায়াতের সেই স্বপ্ন কোনদিন পূরণ হতে দিবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কে বিজয়ী করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট প্রদীপ ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, মহানগর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিটি কর্পোরেশনের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেজোয়ান আহমদ, ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, মহানগর তাঁতীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নোমান আহমদ, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস।
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো: মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপ-দফতর সম্পাদক মো: মজির উদ্দিন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য আবদাল মিয়া, আমাতোজ জোহরা রওশন জেবিন, এডভোকেট ফখরুল ইসলাম, এডভোকেট মনসুর রশীদ, জাহাঙ্গীর আলম, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, গোলাপ মিয়া, ডাঃ নাজরা আহমদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন: সহ সভাপতি মো. সানাওর, নুরুল ইসলাম পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, শ্রম সম্পাদক আজিজুর রহমান মঞ্জু, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সোয়েব আহমদ, সদস্য তৌফিক বক্স লিপন, জুয়েল আহমদ, রোকসানা বেগম, হেনা বেগম, সৈয়দ মহসিন, মুক্তার খান, সদস্য, রফিকুল ইসলাম ঝলক, জমাদিন আহমদ, আতিকুর রহমান সুয়েজ, সৈয়দ কামাল প্রমুখ।
শান্তি সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম এহিয়া। সমাবেশের পূর্বে সদর উপজেলা আওয়ামী লীগ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল সহকারে শান্তি সমাবেশ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D