২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৯ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২১
সিলেটের দিনকাল ডেস্ক ::
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের সবাই এখন আওয়ামী লীগার। নব্যদের ভিড়ে দুর্দিনের কর্মীরা দলের ভেতরে এখন কোনঠাসা।
দলের সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমকে এসব কথা জানান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সম্পর্কিত খবর
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ। টানা মেয়াদকালে দেশের অভূতপূর্ব উন্নয়ন হলেও দলে ভিড় বেড়েছে হাইব্রিডসহ অনুপ্রবেশকারীদের।
অকপটেই এই সত্য স্বীকার করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। দুর্দিনে তাদের চরিত্রও তুলে ধরলেন তিনি। নানক বলেন, তারা যেমন সুযোগ নিয়ে দলে আসে, আবার সুযোগ পেলে চলে যায়।
নানা সময় অনুপ্রবেশকারীদের বহিষ্কারের কথা বলা হলেও এখনো বাস্তবায়ন হচ্ছে না বলে জানান নানক। দলের কিছু প্রভাবশালী ব্যক্তিগত স্বার্থে এইসব বহিরাগতদের দলে ঢুকিয়েছেন বলে অভিমত নানকের। এসব ক্ষেত্রে অনেক মন্ত্রী-এমপিরাও দলীয় প্রধানের নির্দেশ মানছেন না।
পরবর্তী কাযনির্বাহী কমিটির সভায় এসব বিষয়ে সিদ্বান্ত আসার কথাও জানান দলের এই প্রেসিডিয়াম সদস্য।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D