দেশ গঠনে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে: শাবি উপাচার্য

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২০

দেশ গঠনে ছাত্রলীগকে ভূমিকা রাখতে হবে: শাবি উপাচার্য

শাবি প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

২৯ জানুয়ারি (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশ গঠনে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে অবিচল পথচলায়। জাতির জনক শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে তোমাদের ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, গত দুই বছরের পথচলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তোমাদের কাছ থেকে যে সুন্দর সহযোগিতা পেয়ে আসছে ভবিষ্যতেও যেন এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রক্টর প্রফেসর জহির উদ্দিন আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল