সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২০
খেলাধুুলা : ‘মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ’-এর প্রথম ম্যাচে দারুণ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও নিজেদের সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া আশাবাদী এই ম্যাচে সাফল্য পেতে।প্রথম ম্যাচে সফরকারী নেপাল দলকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া বলেন, ‘দ্বিতীয় ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে কী হয়েছে সেটা আমরা ভুলে যেতে চাই। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী।’এক প্রশ্নের জবাবে স্বাগতিক অধিনায়ক বলেন, ‘ম্যাচে জয় পেলে দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে তাই নেপালের বিপক্ষে কালকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই সমালোচনা করবে। সুতরাং আমাদের জিততেই হবে।’প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে তা বেশ কাজে আসবে। এই আত্মবিশ্বাসে শক্তিশালী কাতারের বিপক্ষেও সাফল্য পেতে পারে।তবে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ প্রধান কোচ জেমি ডে করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের পর দলের সব খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় জেমির করোনা পজিটিভ আসে। তিনি রাজধানীর একটি হোটেলে আইসোলেশনে রয়েছেন। অবশ্য কোনো উপসর্গ না থাকায় আবার করোনা পরীক্ষা করা হয়েছে তার। ফল নেগেটিভ এলে কাল দলের সঙ্গে দেখা যেতে পারে এই ইংলিশ কোচকে প্রথম ম্যাচে নাবিব নেওয়াজ জীবন ও মাহবুবুর রহমান সুফিলের গোলে জয় পায় বাংলাদেশ দল।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি