‘দ্রুত সুস্থ হয়ে উঠুন দাদা’

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১

‘দ্রুত সুস্থ হয়ে উঠুন দাদা’

স্পোর্টস ডেস্ক

সৌরভ গাঙ্গুলীর দ্রুত সুস্থতা কামনা করেছে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ফ্রাঞ্চাইজি। নিজেদের অফিসিয়াল টুইটারে কেকেআর লিখেছে- ‘দ্রুত সুস্থ হয়ে উঠুন দাদা’।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতির সুস্থতা কামনায় টুইট করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সি আইসিসি।

শুক্রবার রাত থেকেই শারীরিকভাবে অস্বস্তিবোধ করেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। রাতে শরীর খারাপ লাগলেও সকালে নিয়মিত জিমে যান ভারতীয় সাবেক এই অধিনায়ক।

কিন্তু জিমে গিয়ে হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান তিনি। বুকে ব্যথা অনুভব করায় দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৪৮ বছর বয়সী এই তারকা ক্রিকেটারকে।

সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে সৌরভ স্থিতিশীল। হাসপাতালে স্বামীকে দেখভাল করছেন স্ত্রী ডোনা। আছেন সৌরভের মেয়ে সানাও।

সৌরভ গাঙ্গুলীর শারীরিক অবস্থার কথা জেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটারে লিখেন- সৌরভ গাঙ্গুলীর অবস্থা জেনে খুব খারাপ লাগছে। সে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি।

সৌরভ গাঙ্গুলী ভারতের হয়ে ৩১১ ওয়ানডে আর ১১৩ টেস্টে অংশ নিয়ে ৩৮টি সেঞ্চুরি আর ১০৭টি ফিফটির সাহায্যে ১৮ হাজার ৫৭৫ রান সংগ্রহ করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল