ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ

 

মে্ৗলভীবাজার প্রতিনিধি :: নোয়াখালীতে নারীকে বিবস্ত্র নির্যাতনসহ দেশব্যাপী নারী নির্যাতন, খুন, ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদ সমাবেশ করেছে প্রগতিশীল কয়েকটি সংগঠন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ্বজিত নন্দীর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াত ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব।

এসময় বক্তারা বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতন, তনু হত্যার মতো আলোচিত অনেক অপরাধের বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা বেড়েই চলছে। এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের খুঁজে বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় এই প্রবণতা বন্ধ করা যাবে না।

এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন প্রতিবাদকারীরা।