১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৬
ধ্র“বতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার উদ্যোগে ৭ আগষ্ট ২০১৬ বেলা ১২টায় এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামের পরিচালনায় দেশব্যাপী চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে তৃণমূল পর্যায় গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লা, স্কুল-কলেজ, মাদ্রাসা সহ সর্বস্থরের জনসাধারণকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে জনসচেতনা বৃদ্ধির লক্ষে ১১ সদস্য বিশিষ্ট ধ্র“বতারা সিলেটের জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী প্রতিরোধ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে মো. সাদিকুর রহমানকে আহ্বায়ক ও মো. জহিরুল ইসলামকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান লিমন, মো. নুরুল ইসলাম, খয়রুল ইসলাম কামরুল, ইদ্রিছ আলী, সদস্য মারজুল আলম লিটু, মোঃ আমান উদ্দিন, আবু সুফিয়ান, সুমন আহমদ, আজিম উদ্দিন খান। জরুরী সভায় উপস্থিত ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ফাহিম জিলানী, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মো. মুজাম্মিল আহমদ, সহকর্মসূচী ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মুনিব আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসনাত, জনসংযোগ সম্পাদক মো. নাইমূল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক জাহের আহমদ মারুফ, সদস্য বাবলু মিয়া প্রমূখ।
জরুরী সভায় বক্তারা বলেন, দেশব্যাপী চলমান জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে তৃণমূল পর্যায় গ্রাম গঞ্জে পাড়া মহল্লা শিক্ষা প্রতিষ্ঠানে সর্বস্থরের জনসাধারণকে ঐক্যবদ্ধকরে জনসচেনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। দেশে যখনই দুর্যোগ সময় এসেছে তখনই যুব সমাজ দেশের এই করুন অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করে থাকে। তাই সরকারের পাশাপাশি দেশের সকল সামাজিক সংগঠনগুলোকে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমের প্রতিবাদে জনসচেতনা সৃষ্টির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D