সিলেট ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫
নগরীবাসীর জন্যসু-খবর! সিএনজি অটোরিকশার জন্য ৩০টি স্ট্যান্ড নির্ধারণ করে দিল পুলিশ
সিলেট নগরের সড়কে যানজটের অন্যতম কারণ অবৈধভাবে যত্রতত্র সিএনজি অটোরিকশা পার্কিং। এ নিয়ে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।
অবশেষে নাগরিক ভোগান্তি এড়াতে নগরে সিএনজি অটোরিকশা পার্কিংয়ের জন্য ৩০ টি স্থান নির্ধারণ করে দিয়েছে মহানগর পুলিশ।
সোমবার রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্থান নির্ধারণের পাশপাশি কোথায় একসাথে কতোটি অটোরিকশা পার্কিং করে রাখা যাবে তাও নির্ধালণ করে দেওয়া হয়।
এসএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম)এমাহাম্মদ সাইফুল ইসলাম সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়- এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সিলেট মহানগর এলাকায় সিএনজি চালিত থ্রি হুইলার নিন্মবর্নিত ৩০ (ত্রিশ) টি স্ট্যান্ড ব্যতিত অন্য কোন স্থানে অবৈধভাবে পার্কিং করা যাবে না। আদেশ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে বুধবার (২৪ সেপ্টেম্বর) আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুমোদিত স্ট্যান্ডের তালিকা-
১. আম্বরখানা
ক) সুনামগঞ্জ মূখী: ০৫ টি
খ) এয়ারপোর্ট মূখী: ০৫ টি
গ) চৌহাট্টা মূখী: ০৫ টি
২. টিলাগড় পয়েন্ট
ক) বালুচর মূখী: ০৫ টি
খ) তামাবিল মূখী: ০৫ টি
গ) শিবগঞ্জ মূখী: ০৫ টি
৩.মদিনা মার্কেট: ১০ টি
৪. পাঠানটুলা: ১০ টি
৫ বন্দরবাজার কোর্ট পয়েন্ট: ১৫টি
৬. তেমুখী
ক) বাধাঘাট মূখী: ০৫ টি
খ) টুকের বাজার মূখী: ০৫ টি
৭. টুকের বাজার
ক) লামাকাজি মূখী -০৫ টি
খ) তেমূখীগামী-০৫ টি
৮. ভার্থখলা কিন ব্রিজ: ১০টি
৯. বাবনা পয়েন্ট: ১০ টি
১০. কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট: ১০ টি
১১. হুমায়ুন রশিদ চত্বর
ক) ফুলকলির সামনে -০৫ টি
খ) ফেঞ্চুগঞ্জগামী রোডের পাশে: ০৫ টি
গ) আপন হোটেলের পাশে: ১০ টি
১২.সামাদ চত্বর: ১০ টি
১৩. শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট : ০৫টি
১৪. রিকাবি বাজার পয়েন্ট :০৫ টি
১৫. শাহপরান মাজার গেট
ক) মেজরটিলা মূখী- ০৫ টি
খ) সুরমাগেট বাইপাস মূখী -০৫ টি
১৬. মেজরটিলা ইসলামপুর বাজার
ক) টিলাগড় মূখী-০৫টি
খ) শাহপরান মাজার গেট মূখী-০৫ টি
১৭. বালুচর পয়েন্ট এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন :১০ টি
১৮. উত্তর কুশিঘাট : ১০ টি
১৯. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেইট : ০৫ টি
২০. ধোপাদিঘির পাড় এমএজি ওসমানী শিশু পার্ক :০৫ টি
২১. কাজীটুলা বাজার -০৫ টি
২২. জেলরোড পয়েন্ট -০৫ টি
২৩. শাহী ঈদগাহ পয়েন্ট -১০ টি
২৪. কদমতলী ওভারব্রীজ
ক) গোলাপগঞ্জগামী-০৫ টি
খ) বটেশ্বর গামী-০৫টি
২৫. ভার্থখলা – ১০ টি
২৬.চন্ডিপুল- ১০ টি
২৭. শ্রীরামপুর -১০ টি
২৮.জালালাবাদ গ্যাস অফিস সংলগ্ন মেন্দিবাগ -০৫ টি
২৯. সিসিক ২৮ নং ওয়ার্ডের মকন দোকান বাজার -১০ টি
৩০. শিববাড়ী বাজার- ১০ টি
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি