সিলেট ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৫
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এসএমসিসিআই’র মতবিনিময়
নগরীর ফুটপাত অবমুক্ত করতে আপনারা ক ঠো র হন আমরা আছি সাথে-এসএমসিসিআই’র
প্রেস বিজ্ঞপ্তি
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে এসএমসিসিআই’র সভাপতিমন্ডলির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় শাহজালাল উপশহরস্থ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের ৬ষ্ট তলার সভাকক্ষে আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট এর সভাপতিত্বে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সভার শুরুতে এসএমসিসিআই এর সভাপতি খায়রুল হোসেন এসএমসিসিআই এর সভাপতিমন্ডলির সদস্যদের পরিচয় করিয়ে দেন। নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেটমেট্রোপলিটন পুলিশ, সিলেট কে এসএমসিসিআই এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় মতবিনিময় সভার সভাপতি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি(এসএমসিসিআই) এর সভাপতিমন্ডলির সদস্য ও পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় এসএমসিসিআই এর সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ সভাপতি মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি আলীমুছ ছাদাত চৌধুরী বলেন, আমরা ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে চাই। ব্যবসায়ীরা ভ্যাট ও ট্র্যাক্স প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখে। সিলেটের আইনশৃ:খলার উন্নয়নে ও ফুটপাত হকার মুক্ত রাখতে নবনিযুক্ত পুলিশ কমিশানকে আহবান জানান।
সভায় এসএমসিসিআই এর বক্তারা সিলেটে কিশোর গ্যাং অপতৎপরতা রোধ এবং শহরে যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবী জানান,পাশাপাশী নগরীর ফুটপাত অবমুক্ত করতে আপনারা ক ঠো র হন আমরা আছি সাথে।
নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেটের আইন শৃ:খলার উন্নয়নে সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন। তিনি সবার সহযোগীতা কামনা করেন।
সভায় এসএমসিসিআই পক্ষে বক্তব্য রাখেন সভাপতি খায়রুল হোসেন, ১ম সহ-সভাপতি মো: ফেরদৌস আলম, সহ-সভাপতি আলুমুছ ছাদাত চৌধুরী, কোষাধ্যক্ষ মো: জহির হোসেন।
মতসভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন- মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার, নগর বিশেষ শাখা, মোঃ তারেক আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, উপ- পুলিশ কমিশনার ( নগর বিশেষ শাখা), রাখী রানী দাস, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক), এস,এম, পি, সিলেট, মোহাম্মদ মাহফুজুর রহমান, ডিসি ট্রাফিক, এসএমপি, সিলেট, মোঃ শাহরিয়ার আলম, ডিসি(দক্ষিণ), মোঃ মুহিবুর রহমান, স্টাফ অফিসার, সহকারী পুলিশ কমিশনার, শেখ শরীফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) প্রমুখ।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by ওয়েব নেষ্ট বিডি