নতুন গানে করেছেন আলম আরা মিনু

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯

নতুন গানে করেছেন আলম আরা মিনু

বিনোদন ডেস্কঃঃ  নতুন একটি দেশের গান  করেছেন আলম আরা মিনু। মহান বিজয় দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে গানটির মিউজিক ভিডিও। শিরোনাম ‘নোলক’। লিখেছেন মীর মামুন হোসেন। সুর ও সংগীতায়োজন করেছেন জিএম রহমান রনি। ভিডিও পরিচালনায় মিজানুর রহমান ফয়সাল। গানটি প্রকাশ করেছে রেইন মিউজিক। মিনু বলেন, এ সময়ে আগের মতো কেউ দেশের গান প্রকাশ করতে চায় না।আমার অনেক দিনের ইচ্ছে থেকে এ গানটি করেছি।

কাজল/১৭/১২/২০১৯