২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৩
স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের কাছে সৌরভ আচার্য্য অত্যন্ত পরিচিত একটি নাম। মুক্তিযুদ্ধ গবেষণায় তার গুরুত্বপূর্ণ অবদান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭’ই মার্চের ভাষণের প্রেক্ষাপট তোলে ধরে বিভিন্ন আলোচনা সভায় বক্তব্য প্রদান করা এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তোলে ধরা। বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্যে বারবার বলেছেন সৌরভ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ চাননি, চেয়েছিলেন শান্তিপূর্ণ ভাবে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। যুদ্ধের পথ পরিহারের সমস্ত চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু পাকিস্তানিরা যে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করবে, তা আগেই তিনি অনুমান করেছিলেন। এ কারণেই ১৯৭১ সালের অনেক আগে থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে ভারতীয় সহযোগিতার পথ প্রস্তুত করেন, যোগাযোগ করেন ভারতীয় সামরিক-বেসামরিক নেতৃবৃন্দের সাথে। বঙ্গবন্ধুর এই পরিকল্পনা বুঝতে পেরেই তাঁকে থামাতে ১৯৬৮ সালে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ দায়ের করে পাকিস্তানিরা। বঙ্গবন্ধু ভারতীয় দের প্রস্তুত করে রেখেছিলেন বলেই ১৯৭১ সালে ২৬’শে মার্চের মাত্র অল্প কদিন পরেই ভারতে গিয়ে তাজউদ্দীন আহমেদের পক্ষে সম্ভব হয়েছিল সরাসরি ইন্দিরা গান্ধীর নিকট বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গে আলোচনা করা। বঙ্গবন্ধুর জীবনের এই অজানা অধ্যায়গুলো তোলে ধরতে সৌরভ সাক্ষাৎকার নিয়েছেন ভারতীয় সামরিক-বেসামরিক কর্মকর্তাদের, উদ্ধার করেছেন দুর্লভ নথিপত্র। এই তথ্য প্রকাশের পরেই স্বাধীনতা বিরোধী অপশক্তির নিকট থেকে নানা হুমকির শিকার হন সৌরভ। এই স্বাধীনতা বিরোধীরাই নিজেদের স্বার্থে বঙ্গবন্ধুর ভাষণকে বিকৃত করেছে বিভিন্ন সময়। উল্লেখ্য, সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার রচিত বইয়ে ৭’ই মার্চ সম্পর্কিত দেয়া বক্তব্য নিয়েও সৌরভ আলোচনা করেছেন বিভিন্ন সময়। জানা গেছে, বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তিনি, পরিকল্পনা করছেন মহান মুক্তিযুদ্ধের সময় ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন বই লেখার।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D