নতুন বছরে ন্যান্‌সি নাজমুন মুনিরা

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

নতুন বছরে ন্যান্‌সি নাজমুন মুনিরা

বিনোদন ডেস্কঃঃ  জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সির জন্মদিন ছিল শুক্রবার। বিশেষ এ দিনটি ময়মনসিংহে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন এ গায়িকা। ফেসবুক ও মোবাইলে দিনটি জুড়েই শুভেচ্ছায় ভেসেছেন তিনি। স্বামী, দুই মেয়েসহ কেক কেটেছেন জন্মদিনের বিকালে। সব মিলিয়ে সুন্দর একটি সময় পার করেছেন এ গায়িকা। ন্যান্‌সি বলেন, আসলে আমার বিশেষ পরিকল্পনা থাকে না জন্মদিনে। তবে পরিবারের সদস্যরা অন্যরকম আয়োজন করে, সারপ্রাইজ দেয়, এটাই আমার কাছে বিশেষ পাওয়া। বিশেষ করে আমার স্বামী ও দুই মেয়ে রোদেলা ও নায়লার উচ্ছ্বাস অনেক বেশি ছিল আমার জন্মদিনকে ঘিরে।

তাছাড়া আমার শ্রোতা-ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও শুভেচ্ছা জানিয়েছেন অনেক। সবার প্রতি কৃতজ্ঞতা। এই ভালোবাসার ঋণ আসলে শোধ করবার মতো নয়। এদিকে ন্যান্‌সি চলতি ডিসেম্বরে শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে সব মিলিয়ে প্রায় হাফ ডজন শো নিয়ে নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। এরপর নতুন বছরে একাধিক নতুন গান নিয়ে হাজির হবেন। এরইমধ্যে কয়েকটি নতুন গানের রেকর্ডিং করেছেন তিনি। সামনেও নতুন কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। নতুন বছরে অডিওর পাশাপাশি চলচ্চিত্রের গানেও পাওয়া যাবে ন্যান্‌সিকে। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ গায়িকা বলেন, আমি আসলে অনেক কাজ কখনো করিনি। এখনো করছি না। এখন টিভি অনুষ্ঠান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছি। এ বছর আমার বেশ কিছু গান শ্রোতারা পছন্দ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। অডিও এবং চলচ্চিত্রের কয়েকটি গান নতুন বছরে প্রকাশের কথা রয়েছে। এরমধ্যে প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল চাচার সুরে দুটি গানে কণ্ঠ দেয়ার সৌভাগ্য হয়েছে। গান দুটি গেয়েছি রিজভী ওয়াহিদের সঙ্গে। যে গানগুলো করেছি সেগুলো বেশ ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

 

কাজল/১৮/১২/২০১৯