নতুন বছরে বলিউড মাতাবে যেসব সিনেমা

প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০

নতুন বছরে বলিউড মাতাবে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক::
একটি সফল বছর পার করে ২০২০ সালে পা রেখেছে বলিউড। মুম্বাইয়ের এই সিনেমা জগতের দিকে তাকিয়ে থাকে কোটি কোটি দর্শক। শুধু ভারতের দর্শকরাই নয়, পার্শ্ববর্তী বহু দেশের দর্শকরাই মুখিয়ে থাকেন বলিউডের দিকে। নতুন এই বছরে বলিউড আসছে নতুন সব আয়োজনে। মুক্তির মিছিলে রয়েছে বহু প্রতীক্ষিত সিনেমা। সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক…

ছপাক:
বছরের শুরুর চমক ‘ছপাক’। যেখানে ভিন্নরূপে হাজির হচ্ছেন দীপিকা পাড়ুকোন। ভারতের বহুল আলোচিত অ্যাসিড শিকার তরুণী লক্ষ্মী আগারওয়ালের জীবন অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। মেঘনা গুলজারের পরিচালনায় নির্মিত ‘ছপাক’ মুক্তি পাচ্ছে ১০ জানুয়ারি।

তানাজি: অ্যান আনসাং ওয়ারিওর
একই দিন মুক্তি পাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘তানাজি: অ্যান আনসাং ওয়ারিওর’। যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন। তার স্ত্রীর ভূমিকায় থাকছেন বাস্তবের স্ত্রী কাজল। সিনেমায় খলনায়ক হিসেবে আছেন সাইফ আলি খান।

স্ট্রিট ডান্সার থ্রি
২৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে ডান্স নিয়ে সিনেমা ‘স্ট্রিট ডান্সার থ্রি’। ইতোমধ্যে ট্রেলার আর গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর।

জাওয়ানি জানেমন
দর্শকদের পছন্দের চরিত্রে ফিরছেন সাইফ আলি খান। ‘জাওয়ানি জানেমন’ নামে তার নতুন সেই সিনেমা মুক্তি পাবে ৭ ফেব্রুয়ারি। যেখানে তাকে একজন ‘অ্যাক্সিডেন্টাল ফাদার’-এর ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে আছেন টাবু।

শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে আয়ুষ্মানের সিনেমা। নাম ‘শুভ মঙ্গল জ্যায়াদা সাবধান’। ‘শুভ মঙ্গল সাবধান’-এর সাফল্যের পর এটি তার সিক্যুয়েল। সমকামিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা থাকছে এই সিনেমায়।

ভূত: পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ
প্রথমবার জুটি বেঁধেছেন ভিকি কৌশল ও ভূমি পেদনেকর। তাদের ‘ভূত: পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’ মুক্তি পাবে ২১ ফেব্রুয়ারি। ভৌতিক গল্পেই নির্মিত হয়েছে সিনেমাটি।

কার্গিল গার্ল
শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের এই বছরটা শুরু হচ্ছে বায়োপিক দিয়ে। বিমানবাহিনীর সদস্য গুঞ্জন সাক্সেনার জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ‘কার্গিল গার্ল’। এতে গুঞ্জনের ভূমিকায় আছেন জাহ্নবী। মুক্তি পাবে ১৩ মার্চ।

আংরেজি মিডিয়াম
২০১৭ সালের অন্যতম জনপ্রিয় ও সফল সিনেমা ‘হিন্দি মিডিয়াম’। ইরফান খান অভিনীত সেই সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে আগামী ২০ মার্চ। নাম ‘আংরেজি মিডিয়াম’। এতে ইরফানের সঙ্গে আছেন কারিনা কাপুর।

৮৩
এই বছরের অন্যতম কাঙ্ক্ষিত সিনেমা ‘৮৩’। ক্রিকেটার কপিল দেবের জীবন ঘিরে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন রণভীর সিং ও দীপিকা পাড়ুকোন। মুক্তি পাবে ১০ এপ্রিল।

সুর্যবংশী
আলোচনায় রয়েছে রোহিত শেঠির কপ ইউনিভার্সের নতুন সিনেমা ‘সুর্যবংশী’। তুমুল জনপ্রিয় ‘সিংহাম’ ও ‘সিম্বা’র পর নির্মিত হয়েছে এটি। যেখানে পুলিশের চরিত্রে আছেন অক্ষয় কুমার। সিনেমাটি মুক্তি পাচ্ছে ২৭ মার্চ।

‘লাল সিং চাড্ডা

২০২০ সালের সেরা চমক আসবে ডিসেম্বরে। সিনেমাটি আমির খানের। এর বেশি কিছু বলার প্রয়োজনও নেই। নাম ‘লাল সিং চাড্ডা’। অস্কারজয়ী ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক এটি। এই সিনেমায় আমির খানের সঙ্গে আছেন কারিনা কাপুর।