নতুন বছরে সারোয়ারের নতুন গান

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

নতুন বছরে সারোয়ারের নতুন গান

বিনোদন ডেস্কঃ  নতুন বছরকে সামনে রেখে নতুন একটি গান প্রকাশ করতে যাচ্ছে তরুণ কণ্ঠশিল্পী সারোয়ার হোসেন ভুঁইয়া। গানটির শিরোনাম ‘ইচ্ছের জানালা’। এটির কথা লিখেছেন প্রদীপ সাহা এবং সুর ও সঙ্গীত করেছেন অমিত।

গানটি ২২ ডিসেম্বর এস এইচ বি’র ইউটিউভ চ্যানেলে প্রকাশ করা হবে। এরই মধ্যে ঢাকার সুন্দর কিছু লোকেশনে গানটির মিউজিক ভিডিও ধারন করা হয়েছে। এটি পরিচালনা করেছেন সামছুল হুদা।

গানটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন আলভী মামুন ও আশফিয়া অহি। গানটি প্রসঙ্গে সারোয়ার হোসেন বলেন,‘ নতুন বছরে আমার দর্শক-শ্রোতাদের জন্য এই গানটি তৈরি করেছি। এটি একটি ভিন্ন ধরনের গান। এটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশা করছি।’

কাজল/১৮/১২/২০১৯