নবীগঞ্জে কঠোর লকডাউন, ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি মামলা

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২১

নবীগঞ্জে কঠোর লকডাউন, ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৭টি মামলা

 

নবীগঞ্জ প্রতিনিধি

চলমান কঠোর লকডাউনের ৫ম দিন রবিবার নবীগঞ্জ উপজেলা প্রশাসন সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার ও সদর ইউনিয়নের গুজাখাইর বাজারসহ কয়েকটি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্টানের বিরুদ্ধে ৭টি মামলা এবং চার হাজার টাকা জরিমানা করেছে ।

সূত্রে জানা যায়, চলমান লকডাউনের ৫ম দিনে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশের নেতৃত্বে ও বাংলাদেশ সেনাবাহিনীর একদল সদস্যের সহযোগিতায় সকাল থেকে বেলা ৪টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করছেন।

নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজার এবং উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইর বাজারসহ মোট ২টি বাজারে সকাল থেকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ এবং সংক্রামক রোগ (প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার দাশ এ সময় সকলকে লকডাউনের বিধিনিষেধ ও স্বাস্থবিধি মেনে চলার আহব্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল