১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৯
মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জ :: হবিগঞ্জ জেলার নবীগঞ্জের পারকুল বিবিয়ানা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের নির্মান কাজে নিয়োজিত দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর অফিস থেকে টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতারকৃত সাজু মিয়া (৩০) ও সাহিদ মিয়া (৩৫)র ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২১ মে) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিট্রেষ্ট তাহমিনা বেগমের আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়। গত শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এর আগে গত বুধবার বিকেলে স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করে পরে টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে দি বেঙ্গল ইলেক্ট্রনিক্স কোম্পানী লিমিটেড এর অফিসে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে বেতন বন্টন করার সময় উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের আব্দুল আজিজের পুত্র সাজু মিয়া (৩০) ও একই গ্রামের রাহাত উল্লা প্রকাশ রাত উল্লার পুত্র সাহিদ মিয়া (৩৫) তাদের আরো ২ সহযোগীসহ রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে কর্মকর্তা কর্মচারীদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে জোরপূর্বক ১২ লক্ষ ২৬ হাজার ১ শত ৫৬ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশকে অবগত করলে নবীগঞ্জ থানার এস আই কাওছার আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পারকুল গ্রামস্থ স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়ার বাড়ি থেকে সাজু ও সাহিদকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ লক্ষ ৫৮ হাজার টাকা উদ্ধার করে। এ সময় আটককৃতরা পুলিশকে জানায় বাকি টাকা অজ্ঞাত ২ জন নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই কোম্পানীর সহকারী পরিচালক উত্তম কুমার মজুমদার আটককৃত দু‘জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা দুজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং ১৩।
গত শুক্রবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেল হাজতে পাঠায় নবীগঞ্জ থানা পুলিশ। এ মামলায় ২ আসামীর ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। কে এই অজ্ঞাত দুজন, যাদের কাছ রয়েছে বাকি টাকা এনিয়ে চলছে আলোচনা। থলের বিরাল বের করতে পুলিশ চালায় তৎপরতা। এমনকি গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন করলে গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিট্রেষ্ট তাহমিনা বেগম ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, আসামীদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। তাদেরকে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেই ওই চক্রের মূল হোতাদের বের যাবে।
সিডি/সুমন/২২ মে ১৯/নাঈম-৪
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমেদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D