২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৯
হবিগঞ্জের নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) ও উপ পরিদর্শককে কুপিয়ে জখমের মামলায় সন্ত্রাসী শাহ সোহান আহমেদ মুসা’র মা-বোন ও ভগ্নিপতির পর এবার গ্রেপ্তার হয়েছে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও মুসার সহযোগী হাবিবুর রহমান কাশেম। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. ইকবাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে কাশেমকে বানিয়াচং বড় বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি ইকবাল হোসেন জানান, দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলার আসামি হাবিবুর রহমান কাশেম। এছাড়া সন্ত্রাসী মুসা ও তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি। কাশের এর বিরুদ্ধে রিমান্ডও প্রার্থনা করা হবে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকায় তালিকাভুক্ত সন্ত্রাসী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহ সোহান আহমেদ মুসাকে ধরতে শহরের সালামতপুর এলাকায় ব্র্যাক অফিসের কাছে তার দোকান অভিযান চালায় পুলিশ। এ সময় ওসি (তদন্ত্ম) উত্তম কুমার দাশ এবং এসআই ফখরম্নজ্জামানকে কুপিয়ে পালিয়ে যায় মুসার, তার ভাইসহ অন্যান্য সহযোগীরা। পরবর্তীতে ওসি উত্তম কুমারকে সিলেটে এবং এসআই ফখরম্নজ্জামানকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। ঘটনার পরদিন নবীগঞ্জ থানার এসআই ফিরোজ আহমেদ ১৫ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মুসার মুসার মা সামছুন্নাহার (৫০), বোন মৌসুমী আক্তার (২৬), শাম্মী আক্তার (২২) ও তন্নী আক্তার (১৯)কে গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করে পুলিশ। গত বুধবার মুসার ভগ্নিপতি মামলার অন্যতম আসামী কামাল হোসেনও গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়। তাদের বিরম্নদ্ধেও পুলিশ ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে।
হবিগঞ্জ প্রতিনিধি
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D