নবীগঞ্জে প্রেমিকার সঙ্গে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

প্রকাশিত: ৩:১৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৯

নবীগঞ্জে প্রেমিকার সঙ্গে অভিমান করে প্রেমিকের আত্মহত্যা

নবীগঞ্জ প্রতিনিধি নবীগঞ্জে প্রেমিকার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে জুয়েল মিয়া (২২) নামের এক যুবক।

রোববার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মুকিমপুর গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উল্লিখিত গ্রামের মৃত লয়লু মিয়ার পুত্র মো. জুয়েল মিয়া (২২) নামের ওই যুবক জনৈক যুবতীর গভীর ভালোবাসায় আসক্ত ছিল। রোববার রাতে তার ওই প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে বিতর্ক হয়। এনিয়ে অভিমানী যুবক জুয়েল মিয়া ঘরে থাকা বিষপান করে ছটফট করতে শুরু করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে লাশ বাড়িতে নিয়ে আসলে নবীগঞ্জ থানার পুলিশ জুয়েলের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানার এসআই মো. কাউছার আহমদ।

এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল