বর্তমান বাংলাদেশে করোনা পরিস্থিতিতে মানুষ কর্মহীন হয়ে দিনাতিপাত করছে এমন দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সারা দেশের দাতা গোষ্ঠীর সাথে তাল মিলিয়ে আসন্ন রমজান মাস সামনে রেখে আজ বিকেল ৪ টার সময় নগরীর ৯ নং ওয়ার্ডের বাগবাড়ি নরশিংটিলা ইয়াং সোসাইটির একঝাঁক যুবক- কিশোরদের সম্নেলিত উদ্যোগে নিজ এলাকার ৬০০টি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সামর্থ্য অনুযায়ী উপহার সামগ্রী সকলের ঘরে ঘরে গিয়ে বিতরণ করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় ইয়াং সোসাইটির সভাপতি নাহিদ খাঁন ও সেক্রেটারি সাগর আহমদ তাদের বক্তব্যে বলেন আমরা রমজানের মধ্যে আবার ৬০০ টি পরিবারকে ইফতার বিতরন করবো।আমরা বর্তমান করোনা পরিস্থিতিতে এসব উপহার সামগ্রী বিতরণ ছাড়া ও নানা রকমের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপস্থিত ছিলেন সহ-সভাপতিঃওয়াকিল উদ্দিন সাহান,সাধারণ সম্পাদক যুবরাজ চৌধুরী সাগর,যুগ্ম সাধারণ সম্পাদকঃ ফরহাদ খান সামি,সাংগঠনিক সম্পাদকঃ শামীম আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদকঃ রায়হান উদ্দিন রাহাত। এছাড়া আরো ছিলেন অর্থ সম্পাদকঃ আব্দুল মোমিন রুকন,দপ্তর সম্পাদকঃ ডাঃজাকির হোসাইন,সহ-অর্থ সম্পাদকঃ রিয়াদ উদ্দিন,ধর্ম সম্পাদকঃ মোহাইমিনুল হক চৌধুরী শান্ত,ক্রিড়া সম্পাদকঃ শিমুল আহমদ।এছাড়াও অক্লান্ত পরিশ্রম করেছেন সংগঠনের প্রধান নির্বাচন কমিশনারঃসোহেল হাওলাদার,সহ-নির্বাচন কমিশনারঃ জামিল আহমেদ এবং প্রতিষ্টাতা পরিষদের অন্যতম সদস্যঃ শাকিল আহমেদ।এছাড়া ফজলে রাব্বি চৌধুরী রাহি,এরহান চৌধুরী,আরমান আহমদ চৌধুরী আরমান,ওবায়দুল হক মারজান,রাকিবুল ইসলাম রকি,মাহনুর জামান মাহিন,রাসেল আহমেদ ও আব্দুর রহমান সুজন সহ সংগঠনের অন্যান্য সদস্যগন প্রমুখ