নর্থ ইস্ট মেডিকেল ইন্টার্ন চিকিৎসকবৃন্দের মানববন্ধন

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

নর্থ ইস্ট মেডিকেল ইন্টার্ন চিকিৎসকবৃন্দের মানববন্ধন

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ৪জন ইন্টার্নি চিকিৎসকের ৬ মাস ইন্টার্নশীপ স্থগিতের আদেশ প্রত্যাহারের দাবিতে নর্থ ইস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসকবৃন্দের উদ্যোগে মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক মানবববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আর এম ডা. মাহির, সিএ ডা. আশিক, ডা. আওয়াল, আইএসও ডা. কানিজ, সিএ ডা. পারভেজ, ডা. সজীব, আইএমও ডা. জয়, রেজিস্টার ডা. তাহি, আইএমও ডাক. লিজা, ডা. আবিদ, ডা. খোরশেদ, সিএ ডা. রখা, ডা. সুপ্রিয়, আইএমও ডা. তাহের, ডা. বিজয়, ইন্টার্নী ডা. সুজন, ডা. রায়হান, ডা. সাদমান, ডা. সায়ম, ডা. মুবিন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল