১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার বার্ষিক ৭৩তম সাধারণ সভা ২০১৯ ও ২০২০-২১ সালের কার্য নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার রাতে সিলেট নগরীর দরগাহ মহল্লাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) সিলেট জেলা শাখার সভাপতি ইকবাল আহমদ চৌধুরী এডভোকেটের সভাপতিত্বে বার্ষিক সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবু অমরেন্দ্র দেব রায় প্রদীপ। সমিতির আয়-ব্যায়ের প্রতিবেদন ও ২০২০ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করেন সংগঠনের কোষাধ্যক্ষ প্রকৌশলী মো. আইয়ুব আলী।
সাধারণ সভার দ্বিতীয় পর্যায়ে কার্যনির্বাহী কমিটির (২০২০-২১) এর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আরশ আলী বার এট লো। নির্বাচনে সহযোগিতা করেন নির্বাচন কমিশন সদস্য সৈয়দ মোহাম্মদ তারেক এডভোকেট ও সৈয়দ কাওছার আহমদ এডভোকেট।
নির্বাচনে ইকবাল আহমদ চৌধুরী এডভোকেট পূণরায় সভাপতি, মুফতি মোহাম্মদ হাসান, মো. আখতার হোসেন খান এডভোকেট, প্রকৌশলী মো. আইয়ুব আলী সহ সভাপতি, অমরেন্দ্র দেবরায় প্রদীপ সাধারণ সম্পাদক, বাবু প্রিয়ব্রত রায় কোষাধ্যক্ষ, মো. সাবের চৌধুরী যুগ্ম সম্পাদক, বাবু নিতু কান্ত দাস এডভোকেট সাংগঠনিক সম্পাদক ও জুবায়ের আহমদ চৌধুরী প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন।
নির্বাচিত সদস্যরা হলেন, সৈয়দা জেবুন্নেছা হক, এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, ডা. এম আব্দুল হাই, মনিরুজ্জামান চৌধুরী, লোকমান আহমদ, এ. কে. এম. আহাদুস সামাদ, এম. এ. মান্নান, খায়রুল জাফর চৌধুরী, জামিল আহমদ চৌধুরী। নব নির্বাচিত সভা ইকবাল আহমদ চৌধুরী এডভোকেট তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন সকলের সচেতনতার মাধ্যমে ও ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সিলেট সহ সারা বাংলাদেশ হতে যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণ সম্ভব হবে।
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D