২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
অনলাইন ডেস্ক
নারী ক্রিকেটারদের শারীরিক গড়ন নিয়ে অশালীন মন্তব্য করে চাকরি হারালেন ভারতের সাবেক ব্যাটসম্যান অতুল বেদাদ।
তিনি বারোদা নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পালন করছিলেন।
সম্প্রতি নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের শারীরিক গড়ন নিয়ে অরুচিকর মন্তব্য করেছিলেন অতুল।
যে কারণে তাকে বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (বিসিএ)।খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
বিসিএ-এর পক্ষ থেকে বলা হয়েছে, নারী ক্রিকেটারদের শারীরিক গড়ন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কোচ অতুল বেদাদ। যা একজন পেশাদার কোচ বা এথলেট থেকে কখনোই কাম্য নয়। এটা নারীদের যৌন হেনস্তা করার মতো অপরাধ। তাই আপাতত দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে অতুলকে। পরবর্তীতে আরও তদন্তের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয়ে বারোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অজিত লেল বলেন, ‘হ্যাঁ জরুরি নোটিশে অতুল বেদাদকে বরখাস্ত করা হয়েছে। বিসিএ এর বাইরে একজন নিরপেক্ষ সদস্যের উপস্থিতিতে তদন্ত করার পর সিদ্ধান্ত হবে। যৌন হয়রানির অভিযোগে প্রাথমিক শাস্তি হলো বরখাস্ত করা। আমরা তাই করেছি।’
তবে অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে অতুল বেদাদ বলেছেন, ‘অভিযোগ ও বরখাস্তের সংবাদ দুটোই আমাকে স্তম্ভিত করেছে, আমি হতবাক ও হতাশ হয়েছি। কারণ আমার বিরুদ্ধে বলা এসব কথাবার্তার সবই ভিত্তিহীন এবং পুরোপুরি মিথ্যা। আমি আত্মপক্ষ সমর্থন করে শিগগিরই আনুষ্ঠানিক বার্তা দেব।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে হিমাচল প্রদেশে সিনিয়র নারী ওয়ানডে টুর্নামেন্ট চলাকালীন সময়ে বারোদা নারী ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড় ও তার পরিবারের সদস্যরা অতুলের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য, বারোদা পুরুষ দলের কোচ হিসেবে যুক্ত হয়েছিলেন অতুল বেদাদ। গতবছরের এপ্রিলে নারী দলের কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে ভারতের জার্সি গায়ে ১৩টি ওয়ানডে খেলেছেন অতুল। উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই তার। সর্বসাকুল্যে ১৫৮ রান করেছিলেন তিনি। এছাড়া ভারতের ঘরোয়া লিগেও বলার মতো সাফল্য নেই অতুলের।
ভারপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
(পরিচালক)
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের কর্তৃক ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত। ( শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের দুইটি প্রতিষ্ঠান দৈনিক সিলেটের দিনকাল ও সিলনিউজবিডি ডট কম)
office: Anamika-34. Purbo Shahi Eidgah, Sylhet 3100.
ইমেইল : pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Facebook
মোবাইল: +8801712540420
Design and developed by M-W-D