নায়িকা মৌসুমীর ছাদবাগানে শাইখ সিরাজ

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

নায়িকা মৌসুমীর ছাদবাগানে শাইখ সিরাজ

বিনোদন ডেস্কঃঃ   চিত্রনায়িকা মৌসুমীর বাগান করার খুবই শখ। শুধু বাগানই নয় কৃষি কাজের প্রতি তার দুর্বলতা আছে বলেই জানান তিনি। তার এ দূর্বলতার কথা অনেকেই জানেন না।  মৌসুমী নিজ বাসায় একটি ছাদবাগান করেছেন। উত্তরায় নিজ বাড়ির ছাদে পারিবারিক পরিচর্যায় বাগানটি গড়ে তুলেছেন মৌসুমী ও তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।

এই ছাদবাগানেশতাধিক প্রজাতির গাছ আছে বলে সমকাল অনলাইনকে জানান ওমর সানী। সম্প্রতি মৌসুমীর এই ছাদবাগানে গিয়েছিলেন গণমাধ্যমে কৃষি ও কৃষকের উন্নয়নের কাজ করে যাওয়া সাংবাদিক শাইখ সিরাজ। মৌসুমী-সানী দম্পতির সবুজ পল্লবে ঘেরা বাগান দেখে রীতিমতো অবাক শাইখ সিরাজ।

তার উপস্থাপনা ও পরিচালনায় কৃষিবিষয়ক ‘হৃদয়ে মাটি ও মানুষের ডাক’ অনুষ্ঠানে এবারের পর্বে দেখানো হবে চিত্রনায়িকা মৌসুমীর দৃষ্টিনন্দন ছাদবাগানটি।

নিজেদের ছাদবাগান নিয়ে মৌসুমী বলেন, ‘শুধু ফল-ফুল নয়, এখানে বিচিত্র কিছু প্রজাতির গাছ আমরা রেখেছি। দীর্ঘদিন ধরেই এটি করে আসছি। আমি বা সানী (ওমর সানী) যখনই সময়ই পাই, এর পরিচর্যা করি। সময় কাটানোর জন্যও এ বাগানটি অসাধারণ।’

এই বাগান নিয়েই চ্যানেল আই এবার প্রতিবেদন প্রচার করবে। ছাদ কৃষির এ পর্বটি ১৯ ডিসেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে।

কাজল/১৮/১২/২০১৯