নিউইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

নিউইয়র্কে করোনায় বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশি চিকিৎসক তৌফিকুল ইসলাম ভূঁইয়া ধিলন।

রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিউইয়র্কের লং আইল্যান্ডের নর্থ শোর ইউনিভার্সিটি হাসপাতালের প্যাথোলোজিক্যাল বিভাগের ভাইস চেয়ারপারসন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএনএ) সাবেক সভাপতি ডা. তৌফিকুল আলম ভূঁইয়া ধিলন গত ১০-১২ দিন ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন।

তার স্ত্রী ডা. নাঈমা ভূঁইয়া একজন ডেন্টিস্ট। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসীদের মাঝে নেমে আসে শোকের ছায়া।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল