নিউজিল্যান্ড সফরে করোনা আক্রান্ত পাকিস্তানের সাত ক্রিকেটার

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০

নিউজিল্যান্ড সফরে করোনা আক্রান্ত পাকিস্তানের সাত ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়ে বিপাকে পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। দেশে চার দফা পরীক্ষা করিয়ে নিউজিল্যান্ডে পৌঁছার পর প্রথম পরীক্ষায় পাকিস্তানের ছয়জনের পজিটিভ ফল আসে।

সফরে গিয়ে করোনা পজিটিভ এসেছে সরফরাজ আহমেদ, রোহাইল নাজির, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস, আবিদ আলী ও দানিশ আজিজের। তাদের রাখা হয়েছে ক্রাইস্টচার্চে আইসোলেশন সেন্টারে।

পাকিস্তান দলের বাকি সদস্যদের আলাদা কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিন দিন কোয়ারেন্টিনে থাকার পর তাদের আবার কোভিড-১৯ পরীক্ষা করা হলে নতুন আরেকজনের শরীরে ধরা পড়ে করোনার সংক্রমণ।

শুধু তাই নয়! নিউজিল্যান্ড সফরে গিয়ে কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছেন পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়। তাদের কারণেই পাকিস্তান দলকে দেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। আরেকবার এমন হলে দেশে পাঠিয়ে দেয়া হতে পারে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল