নিখোঁজের একদিন পর নদীতে মিলল গৃহবধূর মরদেহ

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৯

নিখোঁজের একদিন পর নদীতে মিলল গৃহবধূর মরদেহ

নিখোঁজের একদিন পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নদী থেকে নাজমিন খানম (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত গৃহবধূ নাজমিন খানম উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তর রাউৎগাও মাঝিপাড়ার বাসিন্দা হান্নান মিয়ার স্ত্রী। তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফানাই নদী থেকে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তর রাউৎগাও মাঝিপাড়ার বাসিন্দা হান্নান মিয়ার স্ত্রী নাজমিন খানম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেলে ওই গৃহবধূর বোন রাউৎগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহান জেসমিন খান কুলাউড়া থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরদিন শনিবার মামলার তদন্ত করতে এসআই রফিক ঘটনাস্থলে গেলে ফানাই নদীতে ওই গৃহবধূর মরদেহের সন্ধান পান। এরপর খবর পেয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী পুলিশসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

কুলাউড়া প্রতিনিধি