নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে ছাহেব ক্বিবলাহ বিশকুটি (রাহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে ছাহেব ক্বিবলাহ বিশকুটি (রাহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার

 

 

মাহদী হাসান রাহাত ::
আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি রহঃ ছিলেন একজন দ্বীনের প্রকৃত খাদেম। ২৩ শে মার্চ মঙ্গলবার নিজামিয়া বিশকুটি রহঃ স্মৃতি পরিষদের উদ্যোগে কুলাউড়া হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসা কনফারেন্স হল রুমে ছাহেব ক্বিবলাহ বিশকুটি (রাহঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়। পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সুয়েব আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন- আল্লামা ছাহেব ক্বিবলাহ বিশকুটি (রহঃ) এর সুযোগ্য নাতি আব্দুল্লাহ আল নিজাম মশহুদ মাজেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ. এর ছাহেবজাদা মাওলানা গিয়াসউদ্দিন ফুলতলী প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি রহঃ এর নাতি, জনাব শফিউল আলম চৌধুরী নাদেল। বক্তরা তাদের বক্তব্যে বলেন, মুর্শিদে বরহক্ব আল্লামা ছাহেব কিবলাহ বিশকুটি(রহঃ) ছিলেন দ্বীনের প্রকৃত খাদেম। তার সান্নিধ্যে যারাই এসেছেন তারাই উপকৃত হয়েছেন। তিনি সারাটা জীবন নিভৃতে আশরাফুল মাখলুকাতের কল্যানে কাজ করে গেছেন। ইসলামের খেদমতের লক্ষ্যে উপমহাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ও খানকা প্রতিষ্টা করেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের খেদমত অব্যাহত আছে। সভাপতি সাহেব, ছাহেব ক্বিবলাহ (রহ.) এর এসব খেদমতকে আরো বেগবান করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান করেন।উক্ত সেমিনারে বক্তব্যদেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্ন ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, হিংগাজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ, আব্দুল মোনতাকিম, কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, কাজী মাওঃ ফজলুল হক খান সাহেদ,বাবনিয়া হাসিম্পুর মাদ্রসার অধ্যক্ষ, আহসানউদ্দিন,ব্রাহ্মণবাজার বায়তুল মামুর জামে মসজিদের খতিব, মাওঃ আব্দুল মালিক মনসুরি, ব্রাহ্মনবাজার ইউপি চেয়ারম্যান, মমদুদ হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম খান বাচ্চু, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ব্রাহ্মণবাজার ইউপি শাখার সভাপতি, মাওঃ ফয়জুর রহমান ও সাধারণ সম্পাদক মাওঃ শাহিদ খান সাহেব নিজামিয়া বিশকুটি এতিমখানার সাধারণ সম্পাদক, আবুল কালাম, পরিষদের সাধারণ সম্পাদক, আব্দুস সামাদ, ইউপি সদস্য আব্দুল মতিন, পরিষদের দায়িত্বশীল মিছবাউজ্জাম ইমন,
এছারাও উপস্থিত ছিলেন, সাইফুর রহমান শাহীন, ইউপি সদস্য, আনোয়ার হোসেন আনর, রিয়াজ আহমদ, আব্দুল করিম, হাফিজ আহমদ, হারুনুর রশিদসহ প্রমুখ।

 

দৈনিক সিলেটের দিনকাল / আমছাল চৌধুরী/২৪/০৩/২১